লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের রসুলপুর এলাকায় বিদ্যুতায়িত হয়ে আবদুল্লাহ আল খিদরী (২৫) নামের এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গত সোমবার এ ঘটনা ঘটে। তিনি প্রবাসী আবদুল আউয়ালের ছেলে।
আবদুল্লাহ আল খিদরী উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও বাকই ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে লালমাই উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি জানান, গত সোমবার দুপুরে রান্নাঘরে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহত হন আবদুল্লাহ আল খিদরী। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।