আজ হাওয়াইয়ান গিটারবাদন ও গুণীশিল্পীকে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ গিটারশিল্পী সংস্থা। ‘প্রাণে মনে লাগুক আজি সুরের ছোঁয়া’ শিরোনামের এই আয়োজনটি আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাংস্কৃতিক শিল্পীরা যোগ দেবেন। প্রধান অতিথি থাকবেন সংগীতশিল্পী রফিকুল আলম। বিশেষ অতিথি থাকবেন গোলাম ফারুক, হাসানুর রহমান বাচ্চু, ডা. বি কে সেনগুপ্ত ও হেলাল উদ্দিন আহমেদ।
আজ গুণীজন সম্মাননা পাচ্ছেন রাজশাহী শহরে প্রথম হাওয়াইয়ান গিটারবাদন প্রচলনকারী শিল্পী এবং দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গিটারবাদক নিজামুল হুদা। তাঁর বয়স এখন ৯২ বছর। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন গিটারশিল্পী এনামুল কবির। স্বাগত বক্তব্য দেবেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ খলিল শিমুল।