চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দোয়া, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল মোড়ে বনলতা ভবনে স্বাস্থ্যবিধি মেনে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, প্রফেসর ও চিকিৎসক মাহবুব হোসেন মেহেদী।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল খালেক, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের তথ্যবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।