হোম > ছাপা সংস্করণ

আ.লীগকে ‘ভেজাইল্যা’ বলে তোপের মুখে শরিফ

সাতক্ষীরা প্রতিনিধি

আওয়ামী লীগে ‘চাঁদাবাজ ও ভেজাইল্যা’ লোক আছে—এমন মন্তব্য করে তোপের মুখে পড়েন কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফ আশরাফ আলী। তাঁর এমন মন্তব্যের পর আওয়ামী লীগের নেতাদের প্রতিবাদের মুখে তিনি ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন দলের নেতারা। তবে এ বিষয়ে তাঁর মন্তব্য জানা যায়নি।

গতকাল শনিবার সাতক্ষীরা জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন শরিফ আশরাফ আলী। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগে ভেজাইল্যা লোক আছে। আওয়ামী লীগে চাঁদাবাজি-টেন্ডারবাজি করার লোক আছে। আওয়ামী লীগে এ ধরনের লোক থাকলে কোনো দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়া যাবে না।’

শরিফ আশরাফ আলী আরও বলেন, ‘তবে কৃষক লীগে কোনো ভেজাইল্যা লোক নেই। কৃষক লীগে কোনো চাঁদাবাজ-টেন্ডারবাজ নেই। কৃষক লীগ সুসংগঠিত একটি সংগঠন।’

শরিফ আশরাফ আলীর বক্তব্য শেষে মঞ্চে ওঠেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘কৃষক লীগের জন্ম হয়েছে আওয়ামী লীগ থেকে। আওয়ামী লীগ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল। এই আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি। এই দল সম্পর্কে একটু আগে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

অনুষ্ঠানের প্রধান বক্তা উম্মে কুলসুম স্মৃতিও শরিফ আশরাফ আলীর বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘তিনি হয়তো ইমোশনালি কথাগুলো বলেছেন। এটা স্লিপ অব টাং। তিনি শরিফ আশরাফ আলীর বক্তব্যে দুঃখ প্রকাশ করে বিষয়টি সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন বলেন, শরিফ আশরাফ আলীর বক্তব্য ‘স্লিপ অব টাং’।প্রতিবাদের মুখে তিনি সমাবেশেই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ