হোম > ছাপা সংস্করণ

কোরবানির ঈদে আসছে অনন্ত-বর্ষার ‘দিন দ্য ডে’

বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। বড় বাজেটের সিনেমার কারণে এরই মধ্যে ভক্তদের কাছে তাঁদের আলাদা অবস্থান তৈরি হয়েছে। নিজের প্রতিটি সিনেমায় অনন্ত কোনো না কোনো চমক রাখার চেষ্টা করেন। এরই মধ্যে তিনি নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। এতে অভিনয় করেছেন অনন্ত ও বর্ষা। পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমাটি তৈরি হয়েছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়। গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল সিনেমার গান।

‘তোকে রাখব খুব আদরে’ শিরোনামের গানটি গতকাল শুক্রবার অনন্তর নিজের ইউটিউব চ্যানেল ‘অনন্ত জলিল’-এ প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন ইমরান ও আতিয়া আনিসা। কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর-সংগীত করেছেন ইমরান। এ উপলক্ষে ৩ মার্চ রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন চিত্রনায়ক অনন্ত ও চিত্রনায়িকা বর্ষা।

এর আগে দুবার সিনেমাটি মুক্তির ঘোষণা এলেও করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। সংবাদ সম্মেলনে অনন্ত জলিল জানান, আগামী কোরবানির ঈদে সারা দেশে মুক্তি পাবে ‘দিন দ্য ডে’ সিনেমাটি। ২০১৮ সালে ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে ‘দিন দ্য ডে’ যৌথভাবে প্রযোজনার জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অনন্ত।

সিনেমাটি ডাবিং করা হয়েছে পাঁচটি ভাষায়। এতে অনন্ত ও বর্ষা ছাড়াও ইরান, ফিলিস্তিন, তুরস্ক ও আফগানিস্তানের শিল্পীরা অভিনয় করেছেন। এ সিনেমায় অনন্ত জলিলকে দেখা যাবে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে। সিনেমাটি ৫টি ভাষায় ৮০টি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন নায়ক অনন্ত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ