কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে জড়িয়ে পড়েন রফিকুল ইসলাম, রুহুল আমিন ও বৈমাত্রেয় ভাই গোলাম রব্বানী। একপর্যায়ে গোলাম রব্বানীর লোকজন রুহুল আমিনকে তুলে নিয়ে নির্যাতন করে বেঁধে রাখে। উপান্তর না পেয়ে ছোট ভাইকে উদ্ধারের জন্য ৯৯৯ নম্বরে ফোন দেন রফিকুল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ওই যুবককে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় ভুক্তভোগী রহুল আমিন বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার সোনাইকাজী গ্ৰামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ১২ শতক জমির মালিকানা নিয়ে রুহুল আমিন ও গোলাম রব্বানীর মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশি বৈঠক হয়। কিন্তু বিরোধ নিষ্পত্তি হয়নি। গতকাল মঙ্গলবার বিরোধের জেরে রহুল আমিনকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে গাছে বেঁধে রাখে রব্বানীর লোকজন। পরে ছোট ভাইকে উদ্ধারে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন রফিকুল ইসলাম।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ৯৯৯ হট লাইন থেকে বার্তা পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছে বেঁধে রাখা যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।