হোম > ছাপা সংস্করণ

বাবা-মাকে হারিয়ে অসহায় সন্তানেরা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

বাবা-মাকে হারিয়ে অসহায় দুই ভাই রায়হান (১০) ফরহাদ (৫)। কোনো সান্ত্বনায় থামছে না তাদের চোখের পানি। স্বজনেরাও শঙ্কায় তাদের ভবিষ্যৎ নিয়ে। গত শুক্রবার একই রশিতে আব্দুর রউফ ও আলেয়া খাতুনের ঝুলন্ত লাশ পাওয়া যায়। তবে দুদিন পেরিয়ে গেলেও মৃত্যু রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে নিহতের পরিবার বাদী হয়ে এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করেন। পুলিশের ধারণা ওই দম্পতি আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি তাঁদের খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে।

শিশুটির দাদি মনোয়ারা বেগম বলেন, রায়হান তৃতীয় শ্রেণিতে পড়ে। এখন তার লেখাপড়া করানো দূরের কথা তিন বেলা খেতে দেওয়ায় আমাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। বয়সের কারণে আমি এবং আমার স্বামী কোনো কাজ করতে পারেন না। এখন তাদের কীভাবে বুঝিয়ে রাখব! কে দেখাশোনা করবে তা জানা নেই।’

তাদের দাদা আবুল হোসেন বলেন, ‘চারপাশে এখন শুধু অন্ধকার। একদিকে ছেলে ও ছেলের বউয়ের চলে যাওয়া, অন্যদিকে নাতি-নাতনির ভবিষ্যৎ। কী করব কিছু বুঝতে পারছি না।’

চুনারুঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কাউসার বাহার বলেন, পরিবারটি আব্দুর রউফের ওপর নির্ভর ছিল। তিনি মরে যাওয়ায় দু সন্তান ও বাবা-মা এখন অসহায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, ‘এখনো এ ঘটনার কোনো রহস্য উদ্‌ঘাটন হয়নি। তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আমরা মাঠে কাজ করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ