প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে যশোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। তিনতলা এ ভবনটিতে জাদুঘর, লাইব্রেরিসহ রয়েছে নানা স্থাপনা। শহরের গাড়ি খানা রোডে নির্মিত হয়েছে অত্যাধুনিক এ কমপ্লেক্স।
গতকাল সোমবার যশোর মুক্ত দিবসের কর্মসূচির প্রারম্ভে এর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর বৃহত্তর যশোরাঞ্চলের কমান্ডার আলী হোসেন মণি, উপ অধিনায়ক রবিউল ইসলাম প্রমুখ।
এলজিইডি সূত্রে জানা গেছে, তিনতলা ভবনের নিচের দু তলায় ১৮৪ স্কয়ার ফুটের ১২টি দোকান থাকবে। এ ছাড়া তৃতীয় তলায় অফিস ঘর, লাইব্রেরি কাম জাদুঘর ও কনফারেন্স কক্ষ থাকবে।