হোম > ছাপা সংস্করণ

১ হাজার শিক্ষার্থী পেল ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ১ হাজার ১০০ শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পুরস্কার দেওয়া হয়েছে। ঐতিহাসিক ৭ মার্চের ওপর রচনা ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা শেষে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
গতকাল রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের অর্থায়নে ছিল অ্যাকটিভ ফাউন্ডেশন।
রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৪০ জনের লেখা নিয়ে একটি বই প্রকাশ করার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে মাধ্যমিক স্তরের উপজেলার ৫৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১ হাজার ১০০ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ ১১০ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ এবং অ্যাকটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা, চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, মো. মিজানুর রহমান ভূঁইয়া প্রমুখ।
বক্তব্য দেন চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, মিজানুর রহমান ভূঁইয়া, শিক্ষার্থী নুসরাত জাহান প্রমুখ। 
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম স্থান অধিকারী এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম বিজয়ীদের একটি করে ল্যাপটপ দেওয়া হয়। এ ছাড়া দ্বিতীয় স্থান অর্জনকারীদের দেওয়া হয় ১০ হাজার টাকা করে। তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় ৭ হাজার টাকা করে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ