গৌরীপুরের বাকরকোনা গ্রামে সুরিয়া নদীতে ছয় বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু বছর যেতে না যেতেই অকার্যকর হয়ে পড়ে সেতুটি। সেতুর একপাশ ধসে গেছে ও অন্য পাশের তিনটি গাইড ওয়াল ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও জনসাধারণ। এভাবেই চলছে পাঁচ বছর।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্মাণের কয়েক মাস পরই ধসে যায় সেতুটি। সেই সেতু নির্মাণের তথ্য ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম লাগানো হয়নি সাইনবোর্ডে। এক রকম গোঁজামিল দিয়েই শেষ হয় সেতুর কাজ। এ কারণে বছর না যেতেই পুরোনো দুর্ভোগের মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা।
খোঁজ নিয়ে জানা যায়, অচিন্তপুর ইউনিয়নের বাকরকোনা থেকে খান্দার যাওয়ার সড়কে সুরিয়া নদীর ওপর প্রায় ৬ বছর আগে সেতুটি নির্মিত হয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে। নির্মাণের কয়েক দিন পর সেতুটির এক পাশ দেবে যায়। এক বছর আগে সেতুটির একটি বাদে বাকি অন্য গাইড ওয়ালগুলোও ভেঙে যায়। তবে এ সময়ের মধ্যেও সেতুতে কোনো সংস্কার কাজ হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা পাপ্পু বলেন, দুই বছর আগে যেসব প্রস্তাব পাঠানো হয়েছিল সেগুলো আজও পাস হয়ে আসেনি। বরাদ্দ আসলে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।