চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাপের ছোবলে বিষ্ণু ঝরা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে আহম্মাদাবাদের দুমদুমিয়া লেক এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।
স্থানীয় ওয়ার্ডের সদস্য নটবর রুদ্র পাল জানান, গত বৃহস্পতিবার স্ত্রী বাসন্তীকে নিয়ে বাজার যাচ্ছিলেন বিষ্ণু ঝরা। পথে একটি সাপ দেখতে পেয়ে সেটিকে ধরে বাড়িতে নিয়ে আসেন। ফেরার পথে সাপটি তাঁকে দংশন করে। স্ত্রী দড়ি দিয়ে বেঁধে দিতে চাইলেও তিনি তা আমলে নেননি। ভােরে ঘুম থেকে উঠে তাঁকে মৃত দেখেন তাঁর স্ত্রী।