স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের রংপুর সরকারি কলেজ ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার কলেজ হলরুমে এ সভা হয়। ইউনিটের সভাপতি সামিয়া সালমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ রওশন আরা বেগম ও প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বাবুল হোসেন।
সভায় বিগত বছরের বাঁধন রংপুর সরকারি কলেজ ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পরে সাব্বির হাসান রিফাতকে সভাপতি ও রায়হান মোহাম্মদ আদমকে সাধারণ সম্পাদক করে ২০২২ সালের জন্য ১৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে শর্মিলা আখতার ও নুরুল হুদা শাহ লিপন সহসভাপতি, মাসুদ রানা সহসাধারণ সম্পাদক, রাকিবুল হাসান সাংগঠনিক সম্পাদক, প্রিয়ার্থী রায় হৃদি মনি সহসাংগঠনিক সম্পাদক ও নাইমুর রহমান শোভন কোষাধ্যক্ষ হয়েছেন।
এ ছাড়া স্বপন হাসান সম্রাট দপ্তর সম্পাদক, আলমগীর বিশাল প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক, জাকিয়া পারভীন তথ্য ও শিক্ষাবিষয়ক সম্পাদক এবং হাবিবুর রহমান, হুমায়ন কবির সাগর, তৌহিদা হাসান তনি ও আব্দুল আল মহিব নির্বাহী সদস্য পদ পেয়েছেন।