দশকিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা জাহাঙ্গীরের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁর যোগীপাল এলাকার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়েছে বলে পরিবারের দাবি। এ ঘটনায় মির্জা জাহাঙ্গীর বাদী হয়ে অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে গত শনিবার কালিহাতী থানায় একটি মামলা করেন।
সাবেক চেয়ারম্যান মির্জা জাহাঙ্গীরের স্ত্রী মির্জা লাভলী আক্তার জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি ছেলে দুর্জয়কে নিয়ে নিজের ঘুমিয়ে ছিলেন রাত ১টার দিকে ৮-১০ জনের ডাকাত দল জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। পরে তাঁরা কয়েকটি আলমারির তালা ভেঙে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি, একটি পালসার মোটরসাইকেল, নগদ দেড় লাখ টাকা, সাড়ে আট ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাঁরা চিৎকার-চেঁচামেচি করলেও আশপাশে বাড়ি না থাকায় কেউ এগিয়ে আসেনি। ওই রাতে মির্জা জাহাঙ্গীর ঢাকায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে মির্জা জাহাঙ্গীর জানান, খবর পেয়ে তিনি ঢাকা থেকে ভোরে বাড়িতে এসে পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছে।
কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ এ বিষয়ে জানান, মামলা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি।