হোম > ছাপা সংস্করণ

হিলিতে কমেছে পেঁয়াজের দাম, খুশি ক্রেতা

হিলি স্থলবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কমলেও পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। দুদিন আগেও বন্দরে নতুন ইন্দোর জাতের ছোট আকারের পেঁয়াজ বিক্রি হয় ২৩ থেকে ২৪ টাকা কেজি দরে। যা দুদিন আগে বিক্রি হয়েছিল ২৭ টাকা কেজি দরে। আর নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৭ টাকা কেজি। এদিকে, পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।

বন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, ‘পাবনা ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে নতুন পেঁয়াজ ওঠার কারণে বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। যার কারণে দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কিছুটা কম রয়েছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে, আমদানির পরিমাণ মাঝে মধ্যেই ওঠা নামা করছে। কখনো বেশি হচ্ছে আবার কখনো কম হচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে যেখানে ১৫ / ২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হতো এখন তা কমে এসেছে। গত বুধবার ৫টি ট্রাকে ১৪৭ টন পেঁয়াজ আমদানি হয়, সেখানে বৃহস্পতিবার দুই ট্রাকে ৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল তাই এটি দ্রুত যেন আমদানিকারকেরা খালাস করে নিতে পারেন সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা রেখেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ