সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বিআইটিআইডি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিলের (৫২)। গতকাল রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বিআইটিআইডি হাসপাতালের উপপরিচালক বখতিয়ার আলম। ইব্রাহিম খলিল জনতা ব্যাংকের শাহ আমানত শাখায় কর্মরত ছিলেন।
উপপরিচালক বখতিয়ার আলম জানান, খলিল হার্টের ব্লক অপারেশন করার জন্য করোনা পরীক্ষা করাতে এসেছিলেন। হাসপাতালে আসার পর হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভূত করেন। পরে তাঁর মৃত্যু হয়।