ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা-পুলিশের অভিযানে চারজন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে একজন মাদক কারবারি রয়েছেন। তাঁর নিকট থেকে ৯টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাকিব হাসান, মো. ফুরকান হোসেন হৃদয়, আবু তাহের ওরফে কাইল্যা ও পিয়ানুর রহমান পলাশ। গত সোমবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, গ্রেপ্তারকৃতদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।