আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন শাখার বর্ধিত সভা হয়েছে।
গত রোববার বিকেলে খানপুরা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেব বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান।
রহমতপুর ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য টি. এম শাহজাহান তালুকদার, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, সাধারণ সম্পাদক শাহিন হোসেন প্রমুখ।