প্রতিবেশী এক নারীর টিউমার ও হিমোগ্লোবিন সমস্যার কারণে জরুরি অপারেশন হবে। রক্তের অভাবে তা হচ্ছিল না। বহু খোঁজাখুঁজি করে নরসিংদীর এক বন্ধু তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে রাত ১টায় যখন রক্ত দিলেন, তখন ওই নারী সংকটাপন্ন। শেষ পর্যন্ত তিনি বেঁচে যান। এই ঘটনা জাকির আশরাফী নামের এক তরুণের মধ্যে স্বপ্ন তৈরি হয় বিনা মূল্যে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার।
‘তুচ্ছ নয় রক্ত দান, বাঁচাতে পারে একটি প্রাণ’ স্লোগান নিয়ে আর্তমানবতার সেবায় দেড় শ সদস্য আর বহু ভার্চুয়াল সদস্য নিয়ে চলতি বছর মার্চ মাসে জাকির আশরাফী গড়ে তোলেন অষ্টগ্রাম ব্লাড ব্যাংক। ১৬ আগস্ট বিনা মূল্যে চার শ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্প উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও রাষ্ট্রপতিতনয় প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
অষ্টগ্রাম ব্লাড ব্যাংক সূত্রে জানা গেছে, অক্টোবর মাসে ৪৮ জন রক্তগ্রহণকারীর জন্য ৪৮ রক্তদাতা প্রস্তুত থাকলেও ১৭ পুরুষ ও ১ জন নারীকে বিনা মূল্যে রক্ত প্রদান করা হয়। অন্যদের রক্ত প্রয়োজন হয়নি। গেল পাঁচ মাসে ৪৩৫ জন্য রক্তসহায়তা চায়। প্রস্তুত ছিল ৪২৮ জন রক্তদাতা। শেষ পর্যন্ত রক্ত দেওয়া হয় ১৯২ জনকে। এর মধ্যে ১৮৪ জন পুরুষ ও ৮ জন নারী রক্তদাতা রয়েছেন।
অঅষ্টগ্রাম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক জাকির আশরাফী বলেন, ‘চিকিৎসাসেবায় রক্তের চাহিদা বাড়ছে, রক্তদাতা না বাড়লে মানবিক সংকট দেখা দিতে পারে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা রক্তদান কর্মসূচি শুরু করি। শুধু অষ্টগ্রাম নয়; কিশোরগঞ্জ, হবিগঞ্জ, বি-বাড়িয়া ও ঢাকায় রক্তদানে সাধ্যমতো এগিয়ে যাই। আমাদের লক্ষ্য মানুষের মধ্যে রক্তদান কর্মসূচি ছড়িয়ে দেওয়া।’