হোম > ছাপা সংস্করণ

সার্বভৌমত্বে হুমকি হলে দেশকে রক্ষায় সবই করা হবে

এএফপি, ওয়াশিংটন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিন চীনকে সতর্ক করে বলেন, মার্কিন স্বার্থ সুরক্ষায় কোনো দ্বিধা দেখাবেন না তিনি। চীনা নজরদারি বেলুন নিয়ে বেইজিংকে হুঁশিয়ার করে আমেরিকাকে রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট তাঁর বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এই সতর্কবাণী উচ্চারণ করেন।

বাইডেন বলেন, তিনি চীনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ, যতক্ষণ তা মার্কিন স্বার্থ রক্ষা এবং বিশ্বের উপকারে আসে। কিন্তু চীন যদি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাহলে দেশকে রক্ষা করতে যা যা করা দরকার, সেগুলো করা হবে—এতে কোনো সন্দেহ নেই। এ বিষয়টি গত সপ্তাহেও পরিষ্কার করেছেন বলে জানান বাইডেন। 

বিভক্ত মার্কিন কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এদিকে, রাজনৈতিকভাবে বিভক্ত মার্কিন কংগ্রেসকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এই ভাষণকে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার নকশা পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে তিনি শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে।

‘স্পাই বেলুন’ চীনা সেনাবাহিনীর নজরদারি কর্মসূচির অংশ যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া চীনা ‘স্পাই বেলুন’ দেশটির সেনাবাহিনী পরিচালিত বৃহত্তর নজরদারি কর্মসূচির অংশ বলে মনে করেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ