রয়টার্স, পেটা বিটভা (ইসরায়েল)
বায়ুস্তরে জমে আছে বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস। এসব গ্যাস সরানো গেলে জলবায়ু অনেকটা সুস্থ হবে, কমবে গরম। এ জন্য বিভিন্ন আলোচনা চলছে, নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।
ইসরায়েলের একটি ‘হাই হোপস ল্যাবস’ নামের একটি ছোট কোম্পানি এক ধরনের বেলুন তৈরি করেছে, যেগুলো প্রায় ৯ মাইল ওপরে গিয়ে কার্বন টেনে নেবে।
এসব কার্বন প্রক্রিয়ার মাধ্যমে পুনর্ব্যবহার করা যাবে। তারা আরও বড় বেলুন বানাতে চায়, যা দৈনিক প্রায় এক টন কার্বন সরাতে পারবে। এ জন্য খরচ পড়বে মাত্র ১০০ ডলার।