রাজশাহীর তানোর উপজেলা ও পৌর বিএনপির কমিটি নির্বাচিত করা হয়েছে। গতকাল সোমবার সকালে তানোর পৌরশহরের গোল্লাপাড়া বাজারে দলীয় কার্যালয়ে পৃথক সভায় নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হয়।
বর্তমান তানোর থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান ১৫ ভোট পেয়ে বিএনপির সভাপতি নির্বাচিত হন।
তবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তানোর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। আর সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে হজরত আলী মাস্টার ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের নাম। এ ছাড়া সাজ্জাদ হোসেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এদিকে তানোর পৌর বিএনপির সভাপতি পদে একরাম আলী মোল্লা ও সাধারণ সম্পাদক পদে আব্দুস সালামকে নির্বাচিত করা হয়। আর সাংগঠনিক তোফাজ্জুল হোসেন তোফা ও ইয়াসিন আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নাম ঘোষণা করা হয়েছে।