বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তারের মূল নায়ক সমীর ওয়াংখেড়ে এবং মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল দুজনই এখন আইনি রক্ষাকবচ চাইছেন। তবে আরিয়ানের জামিন নিয়ে নিশ্চয়তা মেলেনি এখনো। মাদক মামলা নতুন নতুন মোড় নিচ্ছে প্রতিদিনই। বাড়ছে রহস্যও।
মুম্বাই পুলিশের কাছে আগেই নিরাপত্তা চেয়েছিলেন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) কর্মকর্তা সমীর। এবার বিশেষ আদালতের কাছে গ্রেপ্তারি আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যেই এই মামলায় পলাতক সাক্ষী কিরণ পি গোসাভির দেহরক্ষী বলে দাবি করা প্রভাকর সেইলের অভিযোগ, আরিয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য তাঁকে ১৮ কোটি রুপি ঘুষ দিতে চেয়েছিল এনসিবি। সাদা কাগজে তাঁকে দিয়ে স্বাক্ষর করানো হয় বলেও জানিয়েছেন প্রভাকর। তবে এ অভিযোগ অস্বীকার করেছে এনসিবি।
সব মিলিয়ে শাহরুখ খানের ছেলের মাদক মামলা নিয়ে বিতর্ক বাড়ছে। আরিয়ানকে ফাঁসানো হয়েছে বলেও মনে করছেন অনেকে। এ ক্ষেত্রে আইনের অপব্যবহারেরও অভিযোগ উঠছে। তাই দিন দিন জটিল হচ্ছে আরিয়ান খানের মাদক মামলা।