হোম > ছাপা সংস্করণ

লোহাগড়ায় বেড়েছে সবজির দাম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় হঠাৎ বেড়ে গেছে সবজির দাম। সব ধরনের সবজিই বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানালেন ক্রেতারা।

গতকাল শনিবার লোহাগড়া বাজার, লক্ষ্মীপাশা বাজার, এডেন্দা বাজার, দিঘলিয়া বাজার, মানিকগঞ্জ বাজার, লাহুড়িয়া বাজার ঘুরে দেখা গেছে, বাজারে গিয়ে ক্রেতারা সবজি কিনতেই হিমশিম খাচ্ছেন। সব ধরনের সবজিই বাড়তি দামে কিনতে হচ্ছে।

কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৬০ টাকা কেজি দরে, ফুল কপি বিক্রি হচ্ছে ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা কেজি দরে, পেঁয়াজ ৫০ টাকা, রসুন ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল ৬০ টাকা, উচ্ছে ১০০ টাকা, শিম ১২০ টাকা, বরবটি শিম ৬০ টাকা, ঢ্যাঁড়স ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৫০ টাকা, টমেটো ১০০ টাকা কেজি দরে এবং লাউ প্রতি পিচ ৫০ টাকা থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন। চিনি ৮০ টাকা, ডিজেল প্রতি লিটার ৮০ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৬০ টাকায়, বয়লার মুরগি ১৬০ টাকা, দেশি মুরগি ৪০০ টাকা, লেয়ার মুরগি ২৩০ টাকা, গরুর মাংস ৫০০-৫৫০ টাকা, খাসির মাংস ৭০০-৭৫০ টাকা, ইলিশ মাছ ৫৫০ থেকে ১৬০০ টাকা, রুই ২০০ থেকে ৪০০ টাকা, কাতল ৩০০-৫০০ টাকা, শিং মাছ ৪০০-৫০০ টাকা কেজি দরে।

লোহাগড়া বাজারের সবজি ব্যবসায়ী সুজন বলেন, বাজারে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এ কারণে সব সবজির দাম চড়া।

লোহাগড়া বাজারে গতকাল পণ্য কিনতে আসা মরিচ পাশা গ্রামের কৃষক মো. আজাদ মোল্লা জানান, এ রকম চলতে থাকলে সংসার কীভাবে চালাবেন, বুঝতে পারছেন না।

প্রসাদ কুমার গাইন নামে এক ক্রেতা বলেন, ‘বাড়ি থেকে ব্যাগ নিয়ে বাজারে এসেছি ব্যাগ ভর্তি করে বাজার করব বলে। সব জিনিসের দাম বেশি। পকেটের টাকা শেষ। চাহিদা মতো বাজার করতে পারিনি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ