রাঙামাটির কাপ্তাইয়ের শিলছড়ি এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের সীতাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালক অনিল কুমার নাথ (৫৫) রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা নাথ পাড়ার বাসিন্দা।
কাপ্তাই ট্রাফিক পুলিশের পরিদর্শক (টি আই) বিপুল পাল জানান, চন্দ্রঘোনা থেকে মুরগিবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা কাপ্তাই নতুনবাজার এলাকায় যাওয়ার সময় সীতাঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। চালক গুরুতর আহত হন।
পরে শিলছড়ি এলাকার ইউপি সদস্য মাহাবুব আলমসহ স্থানীয় লোকজন আহত চালককে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনা কবলিত গাড়িটি থানা হেফাজতে আছে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) মো. নাসির উদ্দীন।