হোম > ছাপা সংস্করণ

নির্বাচনী বিরোধের জেরে মারামারি, আহত ৩

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিরোধের জেরে মারামারির ঘটনায় ৩ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লারহাট বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহাগ (৩৫), মঞ্জু মোল্লা ও হারুন মোল্লা। এর মধ্যে সোহানুর রহমান সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবু জাফর সালেহ মিন্টু ফরায়েজির সমর্থক ছিলেন। এ ছাড়া মঞ্জু ইউনিয়ন যুবলীগের সদস্য ও হারুণ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। তাঁরা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার ছেলে।

সোহানুর রহমান সোহাগ বলেন, ‘গত শুক্রবার রাতে আমি মোল্লারহাট বাজারে গেলে মঞ্জু ও হারুন আমার উপর হামলা চালান। এ সময় আমার মাথার বিভিন্ন অংশে আঘাত হয়। আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। গতকাল শনিবার সকালে চিকিৎসক এ পরামর্শ দেন।’

ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন মোল্লা বলেন, ‘ভোটের দিন সোহাগ তাঁর বাড়ির কাছে আখন বাজার এলাকায় আমার ছোট ভাইদের উপর হামলা চালান। এ ছাড়া ফেসবুকে আমাদের পরিবারের বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক তথ্য ছড়ায়। পরে তিনি বাজারে আসলে এ নিয়ে আমার ছোট ভাইদের সঙ্গে কথা-কাটাকাটি ও মারামারি হয়। যেহেতু আমরা সবাই আওয়ামী লীগের লোক, তাই দলীয়ভাবে বসেই বিষয়টির সমাধান করা হবে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ