সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চতুর্থ ধাপে ভদ্রঘাট, ঝাঐল, জামতৈল ও রায়দৌলতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করবেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আজকের পত্রিকাকে এ কথা বলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কামারখন্দ) সার্কেল মো. শাহীনুর কবির।
নির্বাচনের প্রস্তুতিকে ঘিরে তিনি জানান, কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য পর্যাপ্ত ফোর্স ও গোয়েন্দা নিয়োজিত থাকবে। যেকোনো অভিযোগ এলে পুলিশ সেটি নিয়ে কাজ করবে।
অতীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত-ঘটনা ঘটেছে বা ঘটে থাকে এ রকম পরিস্থিতি মোকাবিলায় পরিকল্পনার বিষয়ে মো. শাহীনুর কবির বলেন, ‘অতীতের ভুলভ্রান্তি থেকে আমরা আশা করি, এবারের নির্বাচনে সংঘাতময় হবে না।’