রয়টার্স, ব্রাসেলস
দরিদ্র দেশগুলো যেন কম দামে করোনার অ্যান্টিভাইরাল ওষুধ কিনতে পারে, সে জন্য ‘এসিটি-এ’ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর ১২ কোটি করোনা রোগীর চিকিৎসা বাবদ অ্যান্টিভাইরাল পিল সরবরাহের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।
প্রকল্পের আওতায় করোনা রোগীরা যেন প্রতি কোর্স পিল ১০ ডলারে কিনতে পারে, সেই ব্যবস্থা করার কথা জানিয়েছে ডব্লিউএইচও।