সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন উপলক্ষে জৈন্তাপুর উপজেলায় সিলেট ব্যবসায়ী পরিষদের পরিচিত ও ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক মো. এমদাদ হোসেন, সিলেট ব্যবসায়ী পরিষদের পরিচালক পদপ্রার্থী হাজী সরোয়ার হোসেন ছেদু প্রমুখ।