পঞ্চগড়ের বোদা উপজেলায় তিন গ্রাম হেরোইনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে ছয়জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন মেনাগ্রামের সালাউদ্দিন বাবু, একই এলাকার আলম ওরফে জামাত, পাঁচপীর এলাকার জসিম উদ্দিন, পাঁচপীর উত্তর মাষানপাড়ার মণি ভূষণ রায়, রাম গোবিন্দ হিসাবিয়া এলাকার আব্দুল কাদের লিটন, কাহারগঞ্জ এলাকার বদিউজ্জামান রনি।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চত করেছেন।