নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার নীলফামারী জেনারেল হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মেল হক।
বক্তব্য দেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী, জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সিনিয়র এমও জাহেদুল ইসলাম প্রমুখ।