হোম > ছাপা সংস্করণ

ভিজিএফের চালে দুর্গন্ধ আটকে দিলেন মেয়র

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় সরকারি খাদ্যগুদাম থেকে ভিজিএফের নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার পৌরসভা চত্বরে ওই চাল আটকে রেখে পৌর মেয়র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ দরিদ্র ও অসচ্ছল পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণের জন্য বরাদ্দ পাওয়া যায়। সুবিধাভোগীর তালিকা হিসাবে ৩০ টন ৮১০ কেজি চাল গতকাল বিকেলে উলিপুর খাদ্যগুদাম থেকে সরবরাহ করা হয়। ওই চাল ট্রলিতে করে পৌরসভায় পৌঁছালে কিছু বস্তা গুদামে তোলা হয়। এর মধ্যে দুর্গন্ধযুক্ত খাওয়ার অনুপযোগী চালের বিষয়টি চোখে পড়ে পৌর কর্মচারীদের। তখন তাঁরা চালের বস্তা বাছাই করতে গিয়ে দেখেন, বিভিন্ন ধরনের চাল সরবরাহ করা হয়েছে। কোনো কোনো বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, কোনোটায় খুদ মেশানো। এ ছাড়া চালের বস্তাগুলোর মুখের সেলাই ছিল হাতের ও মেশিনের।

ওই ঘটনায় পৌর মেয়র মামুন সরকার মিঠু খাদ্যগুদাম কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। খাদ্যগুদাম কর্মকর্তা শাহীনুর রহমান পৌরসভায় গিয়ে এই চাল পরিবর্তন করে দিতে চান। কিন্তু মেয়র তা আটকে দিয়ে জানতে চান, এই নিম্নমানের চাল কোথায় সরবরাহ করা হবে? ফলে চাল নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।

পৌর মেয়র মামুন সরকার মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খাদ্যগুদাম থেকে নিম্নমানের পচা চাল সরবরাহ করা হয়েছে, যা খাওয়ার অনুপযোগী। এ চাল গরিব মানুষের মাঝে বিতরণ করলে আমার বদনাম হবে। প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হবে। কীভাবে পচা চাল সরকারি খাদ্যগুদামে এল, তা জানতে হবে। বিষয়টি আমি সবাইকে জানিয়েছি। নিম্নমানের চালের বস্তা পৌর চত্বরে রয়েছে।’

এ বিষয়ে উলিপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম জানান, ডিলাররা ছাঁটাইয়ের মাধ্যমে চালগুলো দিয়েছেন। দুর্গন্ধের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ধান ছাঁটাইয়ের সময় মিলাররা হাউসের পানি পরিবর্তন না করায় হালকা গন্ধ হতে পারে। আমি খারাপ চালের বস্তাগুলো পরিবর্তন করে দিতে চাইলেও মেয়র তা মানতে রাজি হয়নি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। মেয়রের কাছে লিখিত অভিযোগ চাওয়া হয়েছে। এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ