অস্কারের ৯৪তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের ছবি হিসেবে প্রতিনিধিত্ব করবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত আলোচিত ছবি ‘রেহানা মরিয়ম নূর’। এর আগে কান উৎসবে প্রথমবারের মতো অফিশিয়াল আমন্ত্রণ পেয়ে বাংলাদেশের ছবি হিসেবে প্রতিযোগিতা করেছে ছবিটি। তবে এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। আগামী নভেম্বরে দেশের সিনেমা হলে মুক্তি দেওয়ার শর্তে অস্কারের বিদেশি ভাষার প্রতিযোগিতা বিভাগে ছবিটি মনোনীত করেছে বাংলাদেশ অস্কার কমিটি।
ছবিটি মুক্তি দিতে ইতিমধ্যে তোড়জোড় শুরু করেছেন প্রযোজক। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি মুক্তির জন্য আবেদন জমা পড়েছে। সমিতির দেওয়া তথ্যানুযায়ী ১২ নভেম্বর দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। এতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, সাবেরি আলম প্রমুখ।