হোম > ছাপা সংস্করণ

রাজাকারের ছেলেকে নৌকার মনোনয়ন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নে রাজাকারের ছেলেকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে। তার মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল সোমবার সংবাদ সম্মেলন করেছেন ধলবাড়িয়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিশ্বজিত ঘরামি। সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, `আমরা দীর্ঘদিন শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। এ ইউনিয়নের চিহ্নিত রাজাকার মৃত খোরশেদ আলমের ছেলে গাজী শওকত হোসেন অজানা কারণে ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নৌকা প্রতীক পান। নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার পর থেকে তার আসল রূপ বেরিয়ে আসতে থাকে।

এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর শুরু করেন নির্মম অত্যাচার, নির্যাতন। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে জিম্মি করে তাদের জমি দখলসহ নানাভাবে হয়রানি করে তাদের দিশেহারা করে তোলেন। তার অত্যাচারে ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের অনেক অসহায় পরিবার রাতারাতি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি। এ ছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার প্রায় দুই শতাধিক মৃত ব্যক্তির নামে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করেন গাজী শওকত। ঘটনায় উচ্চ আদালতে দুটি মামলাও চলমান রয়েছে।

এ সব অনিয়ম দুর্নীতির কারণে এবার ধলবাড়িয়ায় নৌকার মনোনয়নের জন্য চারজনের নাম পাঠানো হয়েছিল। এতে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জির নাম এক নম্বরে ছিল। অথচ তার মত একজন জনপ্রিয় নেতাকে বাদ দিয়ে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার নাম আওয়ামী লীগের কোনো কমিটিতে নেই।

তিনি আরো বলেন, তারা বাবা মৃত. খোরশেদ আলম ছিলেন একজন তালিকাভুক্ত রাজাকার। যার কালিগঞ্জ উপজেলার গেজেট নং-১৭৭। গাজী শওকত হোসেনের নৌকা প্রতীকের মনোনয়ন বাতিল করা না হলে সংবাদ সম্মেলন ভোট বর্জনের ঘোষনা দেন বিশ্বজিত ঘরামি। একই সাথে একজন দক্ষ ও ত্যাগী নেতাকে নৌকার মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানান।

সংবাদ সম্মলনের আনা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে গাজী শওকত হোসেন বলেন,যাচাই-বাছাই করেই দল আমাকে মনোয়ন দিয়েছে। আমার বিরুদ্ধে যে সব কথা বলা হয়েছে তার কোন সত্যতা নেই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ