জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি ধর্মান্ধদের মাথার ওপর ছাতা ধরে রেখেছে; উগ্রবাদীদের সহযোগিতা করছে। ফলে সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কা থেকেই যাবে। বিএনপির সঙ্গে ধর্মান্ধ চক্রের একটা রাজনৈতিক সম্পর্ক রয়েছে।’
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সাম্প্রতিক সাম্প্রদায়িক সন্ত্রাস: রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা’ শীর্ষক সভাটি আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
হাসানুল হক ইনু বলেন, ‘তিন শত্রুর কারণে বারবার হামলা হচ্ছে। হামলা ঠেকাতে আমরা বারবার ব্যর্থ হচ্ছি। এদের একটি দৃশ্যমান শক্র, উগ্র ধর্মবাদী জামায়াত-শিবির চক্র। দ্বিতীয়টি ভেতরের শত্রু, যারা প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে রয়েছে। আরেকটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে কতিপয় অনুপ্রবেশকারী। ধর্মান্ধদের আক্রমণের পুনরাবৃত্তি যদি ঠেকাতে হয় তাহলে এই তিন শত্রুকে প্রথমে নির্মূল করতে হবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ।