দিনাজপুরের ফুলবাড়ীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে ঘণ্টাব্যাপী নীরব মানববন্ধন করা হয়েছে। সামাজিক সংগঠন ‘আমরা করব জয়’ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গতকাল বেলা ১১টায় পৌর এলাকার ঢাকা মোড় আঞ্চলিক সড়কের পাশে দাঁড়িয়ে সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন।
সংস্থার সভাপতি প্লাবন শুভর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ভক্তি কুমার ঝাঁ, সহকারী শিক্ষক মেহেদি হাসান, সহকারী শিক্ষক মঈনুল ইসলাম রানা, হোসনে আরা বেগম প্রমুখ।