ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ মামলায় চালক জীবন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ। জীবন মিয়া (৩২) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডা এলাকার বাসিন্দা।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী (১৪) গত শনিবার ভোরে বাসা থেকে বের হলে অ্যাম্বুলেন্স চালক জীবন জোরপূর্বক তাকে উঠিয়ে নেন। পরে কিশোরীকে ধর্ষণ করেন তিনি। এ সময় প্রত্যক্ষদর্শীরা থানা-পুলিশকে জানালে জীবনকে আটক এবং কিশোরীকে উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক ইব্রাহিম আকন্দ জানান, কিশোরীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পরই ধারণা করা হচ্ছিল তাঁকে যৌন নিপীড়ন করা হয়েছে। পরে সে জানায়, অ্যাম্বুলেন্স চালক তাকে দুবার ধর্ষণ করেছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরাও জানান কিশোরীকে ধর্ষণ করার কথা।ইব্রাহিম আকন্দ আরও জানান, গত শনিবার দুপুরে কিশোরীর নানি বাদী হয়ে মামলা করলে অভিযুক্ত
জীবনকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আলামত হিসেবে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।