হোম > ছাপা সংস্করণ

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: অর্থনীতি প্রথম পত্র

মোহাম্মদ ফখরুল আলম

২০২১ সালের এইচএসসি

পরীক্ষার বহুনির্বাচনি প্রশ্ন।

১। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে কে ‘Gossens first Law’ নামে অভিহিত করেন?

ক) অধ্যাপক মার্শাল খ) কে ই-বোল্ডিং

গ) অধ্যাপক চ্যাপম্যান ঘ) অধ্যাপক জেভন্স

২। নিচের কোনটি পরোক্ষ চাহিদা?

ক) উৎপাদনের উপকরণ

খ) বিদ্যুতের বাতি ও মোমবাতি

গ) খাদ্য ঘ) চা পাতা ও চিনি

উদ্দীপকটি পড়ো এবং ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

জনাব কাশেম প্রতি কেজি কমলার দাম ১৫ টাকা থেকে ২০ টাকা হওয়ায় ৪ কেজির পরিবর্তে ৮ কেজি বিক্রি করতে রাজি থাকেন, কিন্তু জনাব কলিম ৮ কেজির পরিবর্তে ৪ কেজি কমলা কিনতে প্রস্তুত থাকেন।

৩। উদ্দীপক অনুযায়ী কমলার চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কোনটি সঠিক?

ক) Ed1 ঘ) Ed =α

৪। সীমাবদ্ধ সম্পদের জোগান রেখার ঢাল কেমন হয়?

ক) ঋণাত্মক খ) ধনাত্মক গ) অসীম ঘ) শূন্য

উদ্দীপকটি লক্ষ করো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

Qd = 30–10 P

Qs =-10 + 10 P

৫। উদ্দীপক অনুযায়ী ভারসাম্য দাম কত?

ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫

৬। যদি বাজার দাম ৪ টাকা ধার্য করা হয় তাহলে

i) চাহিদার পরিমাণ শূন্য হয়

ii) জোগানের পরিমাণ ৩০ হয়

iii) চাহিদা অপেক্ষা জোগান বেশি হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

নিচের সূচি থেকে ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:

৭। ৪র্থ এককের ভোগের স্তরে মোট উপযোগ কত?

ক) ৯ খ) -২ গ) ১১ ঘ) ১২

৮। AB রেখার ঢাল কত?

ক) ২ খ) -২ গ) 1/2 ঘ) -1/2

৯। কোন সমাজে শ্রমের গুরুত্ব সর্বাধিক?

ক) সমাজতান্ত্রিক

খ) ধনতান্ত্রিক

গ) মিশ্র ঘ) আদিম

১০। উৎপাদনের উৎপাদিত উপাদানটির বৈশিষ্ট্য হলো–

গতিশীল

ii. চিরস্থায়ী ii. সঞ্চয়ের ফল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১১। স্বল্পকালে পরিবর্তন করা যায়–

i. যন্ত্রপাতি ii. জ্বালানি

iii. শ্রমিক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১২। ফিশারের বিনিময় সমীকরণ কোনটি?

ক) MT = PV

খ) MV = PT

গ) MP = TV

ঘ) M = VPT

উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

১৩। চতুর্থ এককে প্রান্তিক উৎপাদন কত?

ক) ৫৮ খ) ১৫

গ) ১৩ ঘ) ১০

১৪। সূচিটি যে বিধিকে নির্দেশ করে তা অনুযায়ী–

i) স্বল্পকালীন সময় বিবেচ্য

ii) স্থির উপকরণের এককগুলো সমজাতীয়

iii) উৎপাদন কৌশল স্থির

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৫। গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিতে–

i) বিনিয়োগ হ্রাস পায় না

ii) ভোগ কমতে পারে

iii) মুদ্রাস্ফীতি সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৬। চাহিদা আমানতের সূত্র কোনটি?

ক) DD=Ms-(Cu+TD) খ) DD=Ms+ (Cu+TD)

গ) DD=Ms+ (Cu-TD)

ঘ) DD=Ms-(Cu-TD)

উদ্দীপকটি পড়ো এবং ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

‘ক’ নামক প্রতিষ্ঠানটি ঋণ নিয়ন্ত্রণ করে এবং সরকারের আর্থিক নীতিমালা প্রণয়নে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করে থাকে।

১৭। উদ্দীপকে ‘ক’ প্রতিষ্ঠান বলতে কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করছে?

ক) বাণিজ্যিক ব্যাংক খ) গ্রামীণ ব্যাংক

গ) কেন্দ্রীয় ব্যাংক ঘ) কৃষি ব্যাংক

১৮। ওই প্রতিষ্ঠানটির ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি হলো–

i) নগদ জমার হার পরিবর্তন

ii) ভোগকারীর ঋণ নিয়ন্ত্রণ

iii) নির্বাচিত ক্ষেত্রে ঋণ নিয়ন্ত্রণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

১৯। মোবাইল ব্যাংকিংয়ে মোবাইল কটি মূল কার্য সম্পাদন করে?

ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি

২০। কোন বাজারে ফার্ম ও শিল্প একই?

ক) পূর্ণ প্রতিযোগিতামূলক

খ) মুদ্রাবাজার গ) মূলধন বাজার

ঘ) একচেটিয়া

২১। Q = −c + dP কোন ধরনের সমীকরণ?

(ক) উৎপাদন সমীকরণ

(খ) চাহিদা সমীকরণ

(গ) জোগান সমীকরণ

(ঘ) ভোগ সমীকরণ

২২৷ একটি কারখানায় ৬ একক দ্রব্য উৎপাদনে স্থির ব্যয় ১০ এবং পরিবর্তনশীল ব্যয় ৪৪ টাকা হলে, গড় ব্যয় কত হবে?

ক) ৫ টাকা খ) ৬ টাকা

গ) ৭ টাকা ঘ) ৯ টাকা

২৩। আয় স্থিতিস্থাপকতা কত?

ক) শূন্য খ) ধনাত্মক

গ) ঋণাত্মক ঘ) অসীম

২৬। দাম স্থিতিস্থাপকতা কত?

ক) EP = 0 খ) EP > 1

গ) EP = 1 ঘ) EP < 1

২৭। দামের শতকরা পরিবর্তনের তুলনায় চাহিদার শতকরা পরিবর্তন বেশি হলে কী নির্দেশ করে?

ক) শূন্য চাহিদা

খ) স্থিতিস্থাপক চাহিদা

গ) অস্থিতিস্থাপক চাহিদা

ঘ) অসীম চাহিদা

২৪। ভারসাম্যাবস্থায় যে দাম নির্ধারিত হয় তাকে কী বলে?

ক. অর্থনৈতিক দাম

খ. অভ্যন্তরীণ দাম

গ. আন্তর্জাতিক দাম

ঘ. ভারসাম্য দাম

লেখক: মোহাম্মদ ফখরুল আলম

সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ