আগামী রোববার মনিরামপুরে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর।
মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদের পরিচালনায় মনিরামপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন, সাতজন রিটার্নিং কর্মকর্তাসহ চেয়ারম্যান পদপ্রার্থীরা এ সময় সভায় উপস্থিত ছিলেন।