বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ৪ হাজার ৭০০টি ইয়াবাসহ গাজী বিশ্বাস (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার শহরের নিতাইগঞ্জ নলুয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে মাদক বিক্রির ৫ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
গত সোমবার রাত ১০টায় গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১-এর উপপরিচালক স্কোয়াড্রন লিডার মনিরুল আলম জানান, গাজী তিনটি মোটা লোহার পাইপের ভেতর ইয়াবা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে ইয়াবা উদ্ধার করা হয়।