নতুন গান নিয়ে আসছেন সংগীত পরিচালক মইনুল ইসলাম খান ও তাঁর সহধর্মিণী সংগীতশিল্পী কনকচাঁপা। মূলত দুজন নবাগত সংগীতশিল্পী সন্ধান আরিফ ও জেসমিন নিপার জন্য ছয়টি গান বেঁধেছেন মইনুল ইসলাম খান। এর মধ্যে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ‘যেখানে তোমার পৃথিবী মুখর’ গানটিতে সন্ধান আরিফের সঙ্গে গেয়েছেন কনকচাঁপা। কবির বকুলের কথায় ‘খুব ভালো লাগে’ গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন আরিফ ও নিপা। এ ছাড়া আরিফ একক কণ্ঠে গেয়েছেন ফেরদৌস হোসেন ভূঁইয়ার কথায় ‘আজ স্বপ্নকে বলি’ ও হুমায়ূন কবিরের কথায় ‘ও প্রিয়া’ গান দুটি। অন্যদিকে জেসমিন নিপা একক কণ্ঠে গেয়েছেন কাজী রোজীর কথায় ‘আমি তো আকাশ নই’ ও এস এম হেদায়েতের কথায় ‘যখন আমার বৈশেখ মনে’।
এ প্রসঙ্গে মইনুল ইসলাম খান বলেন, ‘দুজন নতুন শিল্পীকে অনুপ্রেরণা জোগাতেই ছয়টি নতুন গান করলাম। দুজনেই গানগুলো চমৎকারভাবে কণ্ঠে তুলে নিয়েছেন।’
কনকচাঁপা বলেন, ‘গান নিয়ে সন্ধান আরিফ বা জেসমিন নিপার আবেগ-অনুভূতি আমার আবেগকে স্পর্শ করেছে। গানকে ঘিরে তাদের স্বপ্ন পূরণ করতেই তাদের পাশে দাঁড়ানো।’