নরসিংদীর বেলাবর সল্লাবাদ গ্রামে ১৯৪৬ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনকালে ভৈরবের মুসলিম লীগ অনুসারীরা হামলা চালায়। সাল্লাবাদ গ্রামবাসী ওই হামলা বীরত্বের সঙ্গে প্রতিহত করেন। ঐতিহাসিক ওই ঘটনার স্মরণে গতকাল শুক্রবার সাল্লাবাদ গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আতিকুর রহমানের বাড়িতে ‘স্মারক স্মৃতি ফলক’ স্থাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন লাল সবুজ চেতনা সংসদের সভাপতি কাজী শামিম হাসান। প্রধান অতিথি ছিলেন লাল সবুজ চেতনা সংসদের প্রধান উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের। প্রধান আলোচক ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট (অব.) আবদুল জলিল।