করোনার প্রকোপ বাড়ছে। ফলে নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বাড়ির কাজে সহায়তাকারী গৃহকর্মীকেও কিছু ব্যাপারে সচেতন করে তুলতে হবে, যাতে গৃহকর্মী নিজে ও পরিবারের সবাই নিরাপদে থাকতে পারেন। যা করা যেতে পারে:
দূরত্ব বজায় রাখুন
গৃহকর্মী কাজ করার সময় সাধারণত গৃহকর্ত্রী তদারকি করেন। অনেক সময় রান্না, বাগান পরিষ্কার ও ঘর গোছানোর কাজগুলো অনেকে গৃহকর্মীকে সঙ্গে নিয়ে করেন। সে ক্ষেত্রে এ সময়ে তাঁর থেকে দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে। শিশুর কাপড় পাল্টানো, গোসল ও খেয়াল রাখার কাজটিও নিজে করুন। বাড়ির যে ঘরে শিশু থাকবে, সে ঘরটি গৃহকর্মীর আওতামুক্ত রাখুন।
রাঁধুনি ছুটিতেই থাকুক
ঘর পরিষ্কার ও কাপড় ধোয়ার জন্য গৃহকর্মীকে ডাকতে হলেও বাবুর্চিকে রান্নার জন্য না ডাকাই ভালো হবে। পরিবারের সদস্যদের নিয়ে তরকারি কাটা, ধোয়া ও রান্নার কাজটি নিজেই করুন।
বাড়তি সতর্কতা
ছুটি শেষে ফেরার পর গৃহকর্মীর মধ্যে যদি হাঁচি, কাশি, জ্বর ইত্যাদি উপসর্গ দেখা যায়, তাহলে তাঁকে ছুটিতে রাখুন। আইসোলেশনে থেকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলুন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিন। সবচেয়ে ভালো হয় যদি তাঁকে করোনা পরীক্ষা করিয়ে নিতে পারেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া