হোম > ছাপা সংস্করণ

চুরির পর রং বদল নিলাম বলে বিক্রি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

চুরি করা মোটরসাইকেলের রং পরিবর্তন করে কাস্টমসের নিলামের বলে বিক্রি করত একটি চক্র। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আরশিনগর এলাকা থেকে দুটি মোটরসাইকেল চুরির মামলায় তদন্তে এ তথ্য বেরিয়ে আসে।

প্রথমে মামলার তদন্তে নেমে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার একটি ওয়ার্কশপ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার কেরে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। মামলাটি অধিকতর তদন্ত শেষে চক্রের মূল হোতা মো. সাদকে (৩৫) গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা, চাদপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের আরও ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবু সাঈদ (২৪), মঞ্জুরুর ইসলাম (২৩), আমানউল্লাহ (২১), ফরহাদ হোসনে (২৫) ও নূরে আলম (২৬)। জিজ্ঞাসাবাদের পর তাঁদের হেফাজতে থাকা ৮টি মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হুমায়ুন কবীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মোটরসাইকেল চুরি করত। একটি গ্রুপ দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ি চুরি করত। আরেকটি গ্রুপ তাদের নিজস্ব ওয়ার্কশপে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন ও রং করে গাড়িকে নতুনের মতো চকচকে করে ফেলতেন। আরেকটি গ্রুপ বিভিন্ন এলাকায় ঘুরে বাইকারদের সঙ্গে সখ্য গড়ে তুলে চোরাই মোটরসাইকেলকে শুল্ক বিভাগের নিলামের গাড়ি বলে বিক্রি করত। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ