হোম > ছাপা সংস্করণ

নতুন ও পুরাতন আলুর দামের পার্থক্য ২৭৫ টাকা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে দামের বিশেষ কোনো পরিবর্তন হয়নি। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে প্রায় সব সবজির দাম। তবে অবিশ্বাস্যভাবে বেড়েছে নতুন আলুর দাম।

ব্যবসায়ীরা বলছেন নবান্ন উৎসবের জন্য আলুর দাম এত বেশি। গতকাল প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৩০০ টাকায়। গত বৃহস্পতিবার দাম ছিল ৪০০ টাকা পর্যন্ত। আর গতকাল পুরাতন আলু বিক্রি হয় ২০ থেকে ২৫ টাকায়। তবে বেড়েছে সয়াবিন তেলের দাম। দাম অপরিবর্তিত আছে ডাল, আটার। মুরগি এবং মাছের দাম সপ্তাহের ব্যবধানে কমেছে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত।

গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বগুড়া শহরের রাজাবাজার, ফতেহআলী বাজার, লতিফপুর কলোনি বাজার, ফুলতলা বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম ৬০ টাকা কেজি থেকে কমে ৫০ টাকা হয়েছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজিদরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজিপ্রতি ১৪০ টাকায়। লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এক সপ্তাহ আগে একই দাম ছিল লাউয়ের। বাজারে গতকাল বেগুন ৫০, ঢ্যাঁড়স ৪০, আদা ৬০, রসুন ৪০, করলা ৫০, মাঝারি সাইজের বাঁধাকপি ৩০, ফুলকপি ৫০, পেঁপে ১০, শিম ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে শিম বিক্রি হয়েছে ৮০ টাকা দরে। কাঁচকলা ১৫ টাকা হালি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সয়াবিন তেল এক লিটার ৫৫ টাকায় বিক্রি হয়। আটার কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, মসুর ডাল (মোটা) কেজিপ্রতি ৫ টাকা কমে ৮৫ হয়েছে। মসুর ডাল (চিকন) বাজারে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। কয়েক দিন আগে এ ডাল বিক্রি হয়েছে ১২০ টাকা কেজিদরে।

শহরের রাজাবাজারের ব্যবসায়ী মুক্তার হোসেন জানান, ‘সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম কমলেও আলুর দাম বেড়েছে। নবান্ন উৎসবের জন্য আলুর দাম এত বেশি।’

রাজাবাজারে বাজার করতে এসেছেন রঞ্জু নামের এক যুবক। কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘সবজির দাম খুব অল্প সময়ের মধ্যেই উঠানামা করে। তবে এখন একটু কমছে বলে স্বস্তি পাচ্ছি। তবে সয়াবিন তেল, ডাল ও আটার দাম স্বস্তিকর নয়।’

তবে স্বস্তি ফিরেছে মাছের বাজারে। শহরের ফতেহ আলী বাজারে বড় রুই, কাতল, সিলভার কার্প বিক্রি হচ্ছে ২২০-৩০ টাকা দরে। বড় ইলিশ ১০৫০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিতে ৫০ টাকা কমেছে বলে জানান ব্যবসায়ী রঞ্জিত মণ্ডল।

এ ছাড়া কমেছে মুরগির দাম। গতকাল বাজারে ব্রয়লার মুরগি ১৪০ টাকা কেজিদরে বিক্রি হয়। গত সপ্তাহে এর দাম ছিল ১৭০ টাকা কেজি। লাল মুরগি বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে। গত সপ্তাহে দাম ছিল ২৪০ টাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ