রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী পাইন্দং পাড়া বৌদ্ধ বিহারে শুরু হয়েছে কঠিন চীবরদান। নানা আনুষ্ঠানিকতায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে এই চীবরদান অনুষ্ঠিত হয়েছে।
কঠিন চীবর দানোৎসব উপলক্ষে পঞ্চমশীল গ্রহণ, বুদ্ধমর্তিদান, সংঘদান, চীবর দান, কল্পতরুদান প্রদীপ পূজাসহ নানাবিদ দান করা হয়।
লংগদু পুনর্বাসন পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ. য়ানুসারা মহাথের সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় মব্বই পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ য়ানিসাড়া মহাথের প্রধান অতিথি ছিলেন।