কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে জেলায় আরও ২০৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৪৯ জন। গত সোমবার বিকেল ৫টা থেকে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরীক্ষা-নিরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে ২০৬ জনের দেহে। শনাক্তের হার ২৯ দশমিক ৩ শতাংশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ২ লাখ ১৫ হাজার ৭১২ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ লাখ ১৩ হাজার ৫৪৮ জনের। এর মধ্যে ৪১ হাজার ৬৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৬১৩ জন। আর মারা গেছেন ৯৬৩ জন। একই সময়ে গত ২৪ ঘণ্টায় বিদেশগামী ৬৪৭ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে ৬৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।