রাঙামাটির কাপ্তাইয়ে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সজীবের রহমানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার বিকেলে কাপ্তাই নতুনবাজার এলাকায় মানববন্ধন করে কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। সর্বস্তরের জনগণের ব্যানারে হাজারো মানুষ এতে অংশ নেন।
কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীরের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী।
মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নতুনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. একরাম হোসেন, ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন সুমন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক ও নিহত সজিবুর রহমানের মেয়ে নুসরাত জাহান।
মানববন্ধনে বক্তারা সজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
গত ২৬ অক্টোবর রাত প্রায় সাড়ে ১১টায় কাপ্তাই নতুন বাজারে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষ আঘাতে সজিব নিহত হন। এতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মহিউদ্দিন পাটোয়ারী বাদল সমর্থকেরা জড়িত বলে অভিযোগ আছে।