মাদারীপুরের শিবচরে একটি পরিত্যক্ত ঘর থেকে হাত বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির মুখ ও শরীর আগুন বা কোনো দাহ্য পদার্থ দিয়ে ঝলসানো বলে পুলিশ জানিয়েছে।
গত সোমবার রাত ৮টার দিকে শিবচরের মাদবরেরচর ইউনিয়নের কালাই হাজীরকান্দি গ্রামের একটি ঘরের মেঝে থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা প্রথমে লাশটির সন্ধান পান। পরে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে তীব্র দুর্গন্ধ পায়। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরটির ভেতরে উঁকি দিলে মরদেহটি দেখতে পায়। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়। পরে শিবচর থানা-পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে হাত রশি দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। লাশের মুখ ও হাত-পা আগুনে ঝলসানো অবস্থায় রয়েছে। পরিচয় শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ধারণা ৭-৮ দিন আগে হত্যা করে লাশটি এখানে ফেলে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, ‘ওই এলাকার মোশাররফ শেখ চাকরির সুবাদে দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। বাড়িতে এসে থাকার জন্য একটি টিনশেড ঘর তৈরি করেন। তবে ঘরটিতে কেউ থাকত না।
শিবচর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জীব জোয়ারদার বলেন, ‘আমরা খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থলে আসি। এখানে একটি ঘরের বারান্দার মেঝে মরদেহটি দেখতে পাই। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্ত করতে আমরা বিভিন্ন থানায় যোগাযোগ করার চেষ্টা করছি।