ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হলে ক্যান্টিনের ভেতরের একটি দেয়াল ধসে দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় হলের শিক্ষার্থীরা ক্যানটিনে দুপুরের খাবার খাচ্ছিলেন।
এ সময় হঠাৎ ক্যান্টিনের কাউন্টারের সামনের প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের দেয়ালটি ধসে পড়ে। এতে দুজন আহত হন। আহতদের মধ্যে একজন হলের কর্মচারীর ভাই, অন্যজন ক্যাম্পাস এলাকার রিকশাচালক। খাবার আনতে কাউন্টারের সামনে যাওয়ার পর দেয়ালটি ধসে পড়লে তাঁরা চোট পান। তবে তা গুরুতর নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর আবাসিক শিক্ষক ও প্রকৌশলীকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ। তিনি বলেন, প্রকৌশলী নিয়ে তাৎক্ষণিকভাবে ক্যান্টিন পরিদর্শন করেছি। কীভাবে দেয়ালটি ভেঙে পড়েছে, তা চিহ্নিত করতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে ৷
শিক্ষার্থীরা জানান, দেয়ালটি ধসে পেছন দিকে পড়েছে, তাই খুব বেশি হতাহতের ঘটনা ঘটেনি। তবে দেয়ালটি সামনের দিকে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ক্যান্টিনের একজন কর্মী বলেন, ১০-১২ বছর আগে খুব হালকাভাবে দেয়ালটি তৈরি করা হয়েছিল। হয়তো সিমেন্টের পরিমাণ কম থাকায় দেয়ালটি ধসে পড়েছে। ক্যান্টিন পরিচালক মোবারক হোসেন বলেন, আল্লাহ বাঁচাইছে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।