হোম > ছাপা সংস্করণ

কমিটি থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা মহানগর আহ্বায়ক কমিটি থেকে নগর কমিটির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু। বাদ পড়েছেন তাঁর গ্রুপের অন্যতম শীর্ষ নেতা নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মঞ্জু। গতকাল শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে এ প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে খুলনা জেলা ও মহানগর বিএনপির কমিটির অনুমোদন দেওয়া হয়।

মঞ্জু তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমরা স্তম্ভিত, ব্যথিত ও ক্ষুব্ধ। গতকাল ঘোষিত কমিটিতে যাদের আনা হয়েছে তারা কি আমাদের চেয়ে যোগ্য? কেন রাজপথের ত্যাগী নেতা কর্মীরা অবমূল্যায়িত হবে, এ প্রশ্ন সবার।’

মঞ্জু আরও লেখেন, ‘দল গঠনে নেতৃত্ব প্রাধান্য পেয়েছে শহরের বড় ছিনতাইকারী, কর্মীর খুনির সহযোগী, মাদক কারবারি, মোটরসাইকেল চোর, জুয়াড়ি। সরকার চায় বিএনপি দুর্বল হোক এবং আমাদের মাঝে কিছু ব্যক্তির চাওয়াও এক। এ ক্ষেত্রে দলের স্বার্থে আমি সবার সঙ্গে পরামর্শ করব, মতবিনিময় করব এবং একটি প্রতিবাদী কর্মসূচি দাঁড় করাব ইনশা আল্লাহ।’

এদিকে নবগঠিত জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা নগর বিএনপির সাবেক সভাপতি, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক ও খুলনার সাবেক মেয়র মনিরুজ্জামান মনির বাসভবনে যান এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ